জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৫ উদযাপন। নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৫। এক বর্ণাঢ্য রেলী শেষে উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এ সময় তিনি কোমলমতি ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করিবে, খাবার আগে ও টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়ার অব্যাস গড়ে তুলবে।এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ছাত্র/ছাত্রীদের ক্লাসে ভাল করে পাঠদান করিবেন এবং কিভাবে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা যায় সে সম্পর্কে খেয়াল রাখিবেন।তাছাড়া কোন ছাত্র/ছাত্রী প্রাথমিক শিক্ষা গ্রহন না করে যেন ঝড়ে না যায় সেদিকে লক্ষ রাখিবেন । প্রাথমিক শিক্ষা অফিসারের উদ্দেশ্যে তিনি গরীব মেধবী ছাত্র/ছাত্রীদের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিদা বাড়ানোর সুপারিশ করেন।পরে উপজেলা শিক্ষা অফিসার নবীগঞ্জ, সভাপতির ভাষণ এর মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস